মিরসরাইয়ে চবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক


করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় নিম্ন আয়ের মানুষদের পাশে দাড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীরা।
এই উপলক্ষে শনিবার (০৬ এপ্রিল) মিরসরাই এর নিজামপুর এলাকায় প্রায় ৪২ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।


যেখানে ছিলো, ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু,১ কেজি আটা, ১ কেজিপিয়াজ ও আধা লিটার তেল। যা ধারাবাহিকভাবে চলমান থাকবে।

এর আগে গত শনিবার (০৪ এপ্রিল) উপজেলার প্রায় ৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। ত্রাণ বিতরণকারীরা জানান, গত ২৫ মার্চ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশের সবকিছু বন্ধ হয়ে যায়। কেবল জুরুরি সেবাগুলো চলমান রয়েছে। আর পুরো দেশ পরিণত হয়েছে নির্জন মরুতে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষসহ শ্রমজীবিরা পড়েছেন বিপাকে।

এ পরিস্থিতিতে উপজেলার নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াতে’মানবিক মিরসরাই’ নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু করে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। পরে সংগ্রহকৃত তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়।


তারা আরও বলেন, আমরা চাই মীরসরাইয়ের প্রতিটি গরিব ও হত দরিদ্রদের মাঝে কয়েক বেলার আহার যোগাতে। আর সেজন্য সমাজের বিত্তবানসহ সকলদের এগিয়ে আসারও আহব্বান জানান এই তরুণ শিক্ষার্থীরা।


এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিবলু চৌধুরী, ইবনুল ইন্তেশার,আশরাস আলী,নয়ন দাস, মাশরুর অনিক,আল নোমান ও মোর্শেদ আলম পলাশ।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা