মাশরাফি উদ্বোধন করবেন ছাত্রলীগের ব্যাডমিন্টন টুর্ণামেন্ট


বিশেষ প্রতিনিধিঃ


বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ আয়োজন করছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।


রোববার সংগঠনের উপ-দপ্তর সম্পাদক নাজির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে। এছাড়া, প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে সকাল ১০টায় মধুর ক্যান্টিনে উপস্থিত থেকে নিজ নিজ জার্সি সংগ্রহ ও প্রতিযোগিতার সময়সূচি জেনে নেয়ার জন্য বলা হয়েছে।


বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বাংলাবার্তা/এমএম