মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ২০ জনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি,কক্সবাজারঃ

সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার বিষয়টি আজকে আর নতুন নয়। প্রায় প্রতিমাসেই গ্রাম এলাকার যুবক পুরুষ ও মহিলাদের নানান রকম প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ার পথে নিয়ে যায় মানবপাচারকারীরা। এখন বিশেষ করে রোহিঙ্গাদেরই বেশি ব্যবহার করছে তারা।

গত সোমবার গভীর রাতে তারা টেকনাফ থেকে রওনা দেন। কিন্তু বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে যাওয়ার পর ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ২০ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। জীবিত উদ্ধার করা হয়েছে ৬৩ জনকে। নিহতদের মধ্যে ৪ জন শিশু ও ৯ জন মহিলা রয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাদের উদ্ধার করা হয়।ট্রলার ডুবিতে নিহতদের মধ্যে বেশিরভাগ রোহিঙ্গা। তাদেরকে সেন্টমার্টিন জেটিঘাটে নিয়ে আসা হয়েছে।

উদ্ধার করা কয়েকজন রোহিঙ্গা জানান, দালালদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে বের হয়ে তারা মালয়েশিয়া যাচ্ছিলেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ডুবে যাওয়া ট্রলারের বেশিরভাগই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।