নিজস্ব প্রতিবেদকঃ
হাড় কাঁপানো এই শীতে ‘সুবিধা বঞ্চিতদের জন্য উষ্ণ ভালোবাসা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার চট্টগ্রামে সুবিধা বঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ‘ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশন’।
এ সময় ভয়েস অব হিউম্যানিটির ট্রেজারার নোমান আবদুল্লাহ;মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ফারজানা প্রিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভয়েস অব হিউম্যানিটির সভাপতি মোহাম্মাদ হাসান বলেন, আমরা যখন কম্বল মুড়ি দিয়ে উষ্ণতার মাঝে ডুবে আছি একই সময় এসব শীতার্ত মানুষেরা তখনো আমাদের অপেক্ষায় থাকে। আশায় থাকে সমাজের বিত্তবানদের কেউ তাদের পাশে দাঁড়াবে, শীতের চরম কষ্ট থেকে তাদের বাঁচাবে।
সবার প্রতি অনুরোধ থাকবে নিজ নিজ অবস্থানে আমরা যেন অসহায় মানুষের পাশে থাকি।