বিশেষ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায়
মুক্তিযুদ্ধমঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনসহ ২ জন আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।
আব্দুল বাতেন জানান, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক
ইয়াসির আরাফাত তুর্য আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুলসহ বাকি হামলাকারীদের খুঁজতেছে পুলিশ।