চবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:

গাছ লাগান পরিবেশ বাঁচান প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে চট্ট্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষ্যে চবি ছাত্রলীগের নেতা কর্মীরা, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে করোনা মহামারি পরিস্হিতি উপেক্ষা করে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন। এই সময় চবি ছাত্রলীগের নেতাকর্মীরা লেডিস হলের ঝুপরি থেকে শুরু করে শহীদ মিনারের আশেপাশে বৃক্ষরোপন করেন।
এই সময় চবি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্হিথ ছিলেন। এই ছাড়াও আরোও উপস্হিথ ছিলেন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন রিমন, আব্দুল মালেক, সুমন নাসির, ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক রকিবুল হাসান দিনার , ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়, সাঈদ, শিমুল,রাজু মুন্সি, রফিক, মুজিব সহ অন্যান্য নেতা কর্মীরা।
এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, দেশের যে কোনো দুর্যোগকালীন পরিস্হিতিতে আমরা চবি ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে যেকোনো ভূমিকা নিতে প্রস্তুত আছি। তারই ধারাবাহিকতায় আমাদের বৃক্ষরোপণ সহ যে কোনো ইতিবাচক কর্মসূচি চলমান থাকবে। এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মুজিব শত বর্ষ উপলক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা চবিতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করি, এবং আমাদের এই কর্মসূচি চলমান থাকবে৷

এসএস/এমএইচ/বাংলাবার্তা