বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেনি নোবিপ্রবি ছাত্রলীগ সভাপতি, সম্পাদক

নোবিপ্রবি প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে ছুটে এসেছিলেন সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করলেও অনুপস্থিত ছিল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে নোবিপ্রবি প্রশাসন, বিভাগসমূহ, হলসমূহ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় নোবিপ্রবি ছাত্রলীগের ব্যানারে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।

কর্মসূচীতে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান বিপ্লব, মো. নাইম রহমান , মোহাইমিনুল ইসলাম নুহাশ, জাহিদ হাসান শুভ, নজরুল ইসলাম নাঈম এবং তাদের অনুসারী ছাত্রলীগ কর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

বিজয় দিবসে নোবিপ্রবি ছাত্রলীগের ব্যানারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হলেও বিজয়ের শ্রদ্ধা নিবেদনে দেখা মেলেনি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সম্পাদক সহ পদধারী অনেক নেতা।

এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কমিটির বাহিরে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক নেতা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি কমিটি থাকলেও দীর্ঘদিন থেকে সাংগঠনিক কোন কার্যক্রমে দেখা যায় না তাদের। এভাবে চলতে থাকলে ছাত্রলীগের এই শাখা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাবে। তাছাড়া এই কমিটির মেয়াদ শেষ বলেও জানান তারা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম রবিন বলেন, বিজয় দিবস উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারিনি।