বাবাকে ডাস্টবিনে ফেলে গেল সন্তানরা, পুলিশের কোলেই সেই বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা বাদুরতলা ফয়জুন্নেছা স্কুলের বিপরীতে ডাস্টবিনের পাশে সন্তানরা অসুস্থ খোরশেদ মিয়াকে মিয়াকে ফেলে চলে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
 
পুলিশ সদস্যরা ষাটোর্ধ বৃদ্ধকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে ভর্তি করার পরেই মারা যান খোরশেদ মিয়া (৬০)।
 
কুমিল্লা থানার সাব-ইন্সপেক্টর খন্দকার শাহাব উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ৮ টায় খবর পেয়ে একজন অসুস্থ মানুষ ফয়জুন্নেছা স্কুলের বিপরীতে একটি ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার করি। পরে এসআই শাওন দাস স্যারের সাথে ঘটনাস্থলে যাই।
 
পরে সে বৃদ্ধ বললেন বাবা আমাকে বাঁচাও। লোকটির শ্বাস কষ্ট হচ্ছিলো। খুবই অসুস্থ ঠিক মতে কথা বলতে পারছিলেন না। পরে থানা থেকে ওসি আনোয়ার হক স্যার বৃদ্ধকে এ্যাম্বুলেন্সে যোগে হাসপাতালে নিয়ে যেতে বললেন।
 
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক জানান, বৃদ্ধ খোরশেদ মিয়া অস্পস্ট স্বরে জানালেন তার বাড়ি নোয়াখালী। তবে আমরা তার সঠিক ঠিকানা খুঁজে পাইনি। তাই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা