Friday, July 18, 2025
Homeবিভাগচট্টগ্রামবান্দরবানে পাহাড়ি পিকআপ খাদে পরে নিহত ১

বান্দরবানে পাহাড়ি পিকআপ খাদে পরে নিহত ১

বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবান জেলার লামা উপজেলায় একটি পিকআপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আরো ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের মিরিঞ্জা টপ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শরীফ (২২)। তিনি আলীকদম সদর ইউনিয়নের ওবায়দুল হাকিম পাড়ার বাসিন্দা নুর হোসেনের ছেলে। আহতরা হলেন, আলীকদম সদর ইউনিয়নের বাসিন্দা জব্বর আহমদের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৭) ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে নুরুল আমিন (৫৫)।

সূত্রে জানা যায়, একটি খালি পিকআপ গাড়ি মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লামা থেকে চকরিয়া উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি মিরিঞ্জা টপ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ২০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে ধুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা চালক, হেলফারসহ ৩ জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক গাড়ির হেলফার মো. শরীফকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অপর আহত নুরুল আমিন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যান।

স্থানীয় মো. ইব্রাহিম ও তাহের মিয়া বলেন, পিকআপ গাড়িটি বেপরোয়া গতিতে লামা থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল। এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

লামা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments