Friday, July 18, 2025
Homeখেলাধুলাবাতিল হওয়ার পথে আইপিএল, ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি

বাতিল হওয়ার পথে আইপিএল, ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি


নিজস্ব প্রতিবেদক


প্রাণঘাতি করোনাভাইরাসের জেরে সারা পৃথিবীর স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত ৷ বিভিন্ন খেলার ইভেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয়েছে ৷ ক্রিকেট দুনিয়াতেও থাবা বসিয়েছে করোনা। ভারতে করোনাভাইরাসের বিস্তারে এবার বাতিল হতে যাচ্ছে আইপিএল। ফলে ২ হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সব ফ্রাঞ্চাইজিদের সঙ্গে টেবিল বৈঠক হওয়ার কথা ছিল আইপিএল গভর্নিং কমিটির। কিন্তু হঠাৎ বৈঠক বাতিল হয়ে যায়।


বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, যেভাবে পুরো বিষয়টা চলছে তাতে পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে এই টুর্নামেন্ট ৷


আইপিএল মার্চের ২৯ তারিখ শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যেই তা ১৫ এপ্রিল অবধি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয় ৷ তবে এখন যা পরিস্থিতি তাতে বিসিসিআই বুঝতেই পারছে ১৫ এপ্রিল থেকেও কোনওভাবেই আইপিএল শুরু করা যাবে না


যেভাবে সারা দেশে করোনা ছড়িয়েছে তাতে পরিস্থিতি ভয়াবহ দেখাতে শুরু করেছে৷ বাড়ছে মৃতের সংখ্যা ৷ ফলে আইপিএল ১৫ এপ্রিল থেকে শুরু হবে না তা নিশ্চিত বিসিসিআই ৷ তবে মঙ্গলবার সকাল অবধিও পুরো টুর্নামেন্ট বাতিল করে দেয়ার পক্ষপাতী ছিল না বোর্ড ৷ তারা তখনও আবার একটা তারিখ দিতে চেয়েছিলেন যখন অবধি আইপিএল পিছিয়ে দেয়া হবে ৷


১৫ মার্চ আইপিএলের আট ফ্রাঞ্চাইজি-র সঙ্গে বৈঠক করা হলেও কোনও ঐক্যমতে পৌঁছনো সম্ভব হয়নি ৷ তাই মঙ্গলবার ওয়েব মাধ্যমে বৈঠকে বসবে বিসিসিআই কর্মকর্তা ও ফ্রাঞ্চাইজিদের বৈঠকে বসার কথা থাকলেও তা বাতিল করে দেয়া হয়৷


প্রাথমিকভাবে আইপিএলের এই বৈঠকের আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা ছিল ৷ তবে এভাবে আইপিএল বাতিল হয়ে গেলে বোর্ডের দুই হাজার কোটি টাকার ক্ষতি হবে ৷ আর ফ্রাঞ্চাইজি মালিকদের ক্ষতি হবে ১০০ কোটি টাকা৷


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments