বহিরাগত ‘অপহরণ’ ঘটনায় সেই ছাত্রলীগ কর্মীকে শোকজ

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই বহিরাগতকে অপহরণ করে আবাসিক হলে নির্যাতনের ঘটনায় এক ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। 

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলের দিকে  তাকে এই শোকজ নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন চবি প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, আবাসিক হলে আটক বহিরাগতদের অপহরণের বিষয়টি খতিয়ে দেখতে তাকে শোকজ করা হয়েছে।

শোকজকৃত আশরাফ খান শুভ সংস্কৃত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে আশরাফ খান শুভ বলেন, ঘটনায় জড়িত ব্যক্তি আমার পূর্বপরিচিত। সে আমার কাছে থাকতে চাইলে তাকে আমার রুমে রাখি। ঘটনার সময় আমি ব্যক্তিগত কাজে শহরে গিয়েছিলাম। পরে শুনি সমস্যা হয়েছে। প্রক্টর আমাকে ডেকেছিলেন। তাদের সাথে কথা বলেছি।

গ্রসঙ্গত, গত বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ১০৪ নং কক্ষ থেকে তিন বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নাসিম নামে দুইজন নিজেদের অপহৃত বলে দাবি করে। তাদের অভিযোগ, আশরাফ খান শুভর মেহমান আসাদ তাদের অপহরণ করে ওই কক্ষে শারীরিক নির্যাতন করছিল। একই সময় ওই কক্ষ থেকে ইয়াছিন আরাফাত নামে আরেক বহিরাগতকে আটক করা হয়।