বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের তৈরী হ্যান্ড স্যানিটাইজার

ক্যাম্পাস প্রতিবেদক

করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে নিজস্ব ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।

গত সোমবারে তাদের এই হ্যান্ড স্যানিটাইজার তৈরির পর থেকে বেশ কিছুদিন ধরে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে বিতরণ করে আসছে। পাশাপাশি তারা জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন লিফলেট বিতরণ করছে। এমনকি বিশ্ববিদ্যালয় বন্ধের পরেও উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তাদের এ কার্যক্রম চলমান থাকে।

এ ব্যাপারে রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে হাত ধোয়ার বিকল্প নেই। তাই হাতকে জীবানুমুক্ত রাখতে হ্যান্ড স্যানিটাইজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বাজারে হ্যান্ড স্যানিটাইজার তেমন পাওয়া যাচ্ছে না। আর যেগুলো পাওয়া যায় তার দাম আগের চেয়ে কয়েকগুণ বেশি। তাই আমরা নিজেদের উদ্যোগে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে শিক্ষার্থীদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেই ।
এই হ্যান্ড স্যানিটাইজার এর উপাদান হিসেবে Hydrogen peroxide , Glycerin, Distilled Water & Fragrance ব্যবহার করা হয়।

এমডি/এমএইচ/বাংলাবার্তা