বন্ধ করা হলো খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্র


নিজস্ব প্রতিবেদক


করোনাভাইরাস প্রতিরোধ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষনা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। একই সাথে দেশী পর্যটকদের খাগড়াছড়িতে ভ্রমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জেলা প্রশাসক।


তিনি বলেন, করোনাভাইরাস যেহেতু সংক্রামক তাই দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এই সময়ে যাতে পর্যটকরা খাগড়াছড়িতে না আসে। জনস্বার্থে এবং নিজেদের সাথে আপাতত ভ্রমন থেকে বিরত থাকার অনুরোধ জানান।


এমএম/এমএইচ/ বাংলাবার্তা