স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে টসে জিতে বোলিং নৈপূন্যে ভারতকে মাত্র ১৭৭ রানে অলআউট করে জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ দল।
বাংলাদেশ যুবা টাইগারদের প্রথম ফাইনাল হলেও ভারতের ষষ্ঠ, টানা তৃতীয় ফাইনাল এটি। এর আগে ভারত ৬ বার ফাইনাল খেলে মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নও ভারত।
রবিবার ফাইনাল ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক আকবর আলি। ভারতের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করে শিরোপা জিততে পরে ব্যাট করছে বাংলাদেশ। ফাইনালে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে এসেছেন অভিষেক দাস। অপরিবর্তিত রয়েছে ভারতের একাদশ।
এদিকে ব্যাট করে ভারতের ওপেনার জেসওয়াল ৮৮, তিলাক ভার্মা ৩৮, ধরুভ জুরেল ২২ রান করেন। এছাড়া বাকী ৮ জনের কেউই দুয়ের অঙ্ক ছুঁতে পারেনি।
বোলিংয়ে বাংলাদেশের অভিষেক দাস ৩, শরিফুল ইসলাম ২, সাকিব ২ ও রাকিবুল হাসান ১ উইকেট নেন।
সর্বশেষ স্কোর: ৯ ওভার ৪ বল, ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫১ রান।