Thursday, November 13, 2025
Homeপ্রচ্ছদফেল করা শিক্ষার্থী পেলো জিপিএ-৫, ময়মনসিংহ বোর্ডে ৩৬২ শিক্ষার্থীর ফল পরিবর্তন

ফেল করা শিক্ষার্থী পেলো জিপিএ-৫, ময়মনসিংহ বোর্ডে ৩৬২ শিক্ষার্থীর ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক:
 

এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৩৬২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

 
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৫০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩ জন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।
সামছুল ইসলাম জানান, ময়মনসিংহ বোর্ডের অধীনে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ডের ৩‌১ হাজার ৩৩১ টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।
 
এর আগে বোর্ডের অধীনে ১ হাজার ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১টি সেন্টারে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছিল ১ লাখ ১২৫ জন।প্রকাশিত ফলাফলে পাসের হার ছিল ৮০ দশমিক ১৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments