নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে নিয়াজ মোহাম্মদ শাহরিয়ার। মোট ৬০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৫৬৮ নম্বর।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত ফলাফলে এ বছর সন্দ্বীপের পূর্ব সাতঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি এ সফলতা অর্জন করেছেন। তার এ সাফল্যে মা জান্নাতুল ফেরদৌস আল্লাহর শোকরিয়া আদায় করে স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। নিয়াজ ভবিষ্যতে উচ্চ শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। তার এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সে সবার কাছে দোয়া চায়।
প্রসঙ্গত, চলতি বছরের পিইসিতে চট্টগ্রাম জেলা থেকে মোট পরীক্ষার্থী অংশ নিয়েছে ১ লাখ ৩৩ হাজার ১৪৩ জন। উত্তীর্ণ হয়েছে ১লাখ ২৯ হাজার জন শিক্ষার্থী। এবারের পিইসিতে চট্টগ্রাম জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৩২ জন। অন্যদিকে সমমানের ইবতেদায়িতে চট্টগ্রাম জেলায় অংশ নিয়েছে ২৪ হাজার ৯২২ জন। উত্তীর্ণ হয়েছে ২৩ হাজার ৭২৬ জন। এ বছর ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৯ জন।