নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজানের শুরু থেকেই গরীব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন সহযোগিতা করে আসছেন চট্টগ্রামের বেসরকারি কারা পরিদর্শক ইয়াছিন আরাফাত কচি। তারাই ধারাবাহিকতায় প্রবর্তক কলেজ ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অসহায় গরিব-দু:খী মানুষের ইফতার সামগ্রী বিতরণ করছে প্রবর্তক কলেজ ছাত্রলীগ।
আজ (১৮ মে) সোমবার নগরীর প্রবর্তক মোড় ও বিভিন্ন স্থানে অসহায় দিন মজুরদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ- সভাপতি ইয়াসিন আরাফাত কচি।
ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আওরাজ ভূইয়া রনক।
প্রবর্তক কলেজ ছাত্রলীগের আহবায়ক ধ্রুব ভট্টাচার্য, যুগ্ন আহবায়ক নিলয় সুকুল অনিক, সদস্য সচিব শফিউল আজম মাহিন, সদস্য রাহুল ভট্টাচার্য। কলেজ ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন বিপুল, অন্ত আচার্য, ইমন দাস,বিপ্র দাস। পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলামিন, রবিন বড়ুয়া।
ইয়াছিন আরাফাত কচি বলেন, পবিত্র মাহে রমজানের শুরু থেকেই নিজের সবটুকু দিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাড়াঁনোর চেষ্টা করে যাচ্ছি। আমাদের এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের সকলের দোয়া কাম্য।
তিনি আরো বলেন, আজ এই মহামারীতে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, শিক্ষা উপমন্ত্রী নওফেল ভাইয়ের দিক নির্দেশনায় নগরীর অসহায় মানুষদের পাশে দাড়াঁনোর চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা