প্রতিপক্ষের হামলায় টঙ্গীবাড়ীতে মা- মেয়েসহ আহত ৩

নগর বার্তা
টঙ্গীবাড়ীতে প্রতিপক্ষের হামলায় মা ও মেয়েসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত হেনা বেগমকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মেয়ে হিরা (১৩) এবং তার নাতনি রোজাকে (৩) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়ি গ্রামের নাসির খানের মেয়ে হিরা এর সাথে প্রতিবেশী এসহাক এর স্ত্রী তামান্নার কথা কাটাকাটি হয় । পরে এ নিয়ে এসহাক হিরাকে মারতে গেলে হিরা ঘরে গিয়ে মায়ের কাছে আশ্রয় নেয়। পরে এসহাক হিরাকে ঘর থেকে তুলে এনে মারতে শুরু করলে তার মা হেনা বেগম এগিয়ে আসলে এসহাক তাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং ইট দিয়ে মাথা থেতলে দেয়। এ ঘটনায় আরেক শিশু রোজাও আহত হয়।

এ ব্যাপারে হেনা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে। টঙ্গীবাড়ী থানা ওসি তদন্ত গোলাম রসূল জানান, আমি এখনও এ ব্যাপারে কিছু জানিনা আভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

বার্তা/আরএইচ