প্রতিকূল পরিস্থিতিতে একে অপরকে সহযোগিতা করুন, চবি ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক

সবাইকে মুজিববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের প্রতি আকুল আবেদন
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সবার সুরক্ষায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে৷

সবার আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই সবাই সবার যায়গা থেকে সচেতন থাকবেন। অন্যকে সচেতন থাকার ব্যাপারে পরামর্শ দিবেন এবং সহযোগিতা করবেন৷ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আমরা একে অপরের ভাই-বোন। একে অন্যের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সবাই সবার খোজ খবর রাখব৷

কেউ বিপদে পড়লে আমরা আমাদের যায়গা থেকে সবসময় সর্বোচ্চ সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করব।
আমার ছোট ভাই বোনেরা, তোমরা বাসায় গিয়ে নিজের পরিবারকে সচেতন হওয়ার ব্যাপারে ভূমিকা রাখবে। তোমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে ভাইরাস থেকে সচেতন থাকার পরামর্শ ও সহযোগিতা করবে৷

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী আমরা সবাই একটি পরিবার৷ আমরা একে অপরের জন্য দোয়া করব, সার্বক্ষণিক খোজ খবর রাখব৷

ইনশাআল্লাহ আমাদের সবার আবার দেখা হবে। সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য সৃষ্টিকর্তার কাছে সবাই দোয়া করি৷

পবিত্র কোরআনে বলা হয়েছে, সকল প্রকার রোগ বিপদ আল্লাহ প্রদত্ত, উনি চাইলে বিপদ দিতে পারেন, আবার বিপদ থেকে উদ্ধার করতে পারেন৷

আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাই, অন্যের জন্য দোয়া মঙ্গল কামনা করি৷

আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করি। আমাদের নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের জন্য দোয়া করি। দেশের প্রতিটি মানুষের জন্য দোয়া করি ।

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছাইয়্যি ইল আসক্বাম।’

এসএস/এমএইচ/বাংলাবার্তা