নিজস্ব প্রতিবেদকঃ
এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সময় অনুযায়ী এই পরীক্ষা শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। পূর্বঘোষণা অনুযায়ী এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার নির্বাচন কমিশন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করে। এরপরই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়। ৩১ জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল নির্বাচন কমিশন।