বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এর বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাবের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন উপ দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু। একইসঙ্গে সভাপতি-সম্পাদকের সাথে তার পথচলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন টিটু।
প্রেস বিজ্ঞপ্তিতে নগর ছাত্রলীগের এই নেতা লেখেন, ‘৭ এপ্রিল নগর ছাত্রলীগের নকল প্যাড ব্যবহার করে উপ দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবের বিষয়ে আমি অবগত নই এবং কথিত অনাস্থা প্রস্তাবের সঙ্গে আমার কোন ধরণের সম্পৃক্ততা নাই। সংগঠনের নকল প্যাড ব্যবহার করে এবং আমার স্বাক্ষর জালিয়াতি করে সংগঠনের অভ্যন্তরে অনৈক্য সৃষ্টি করে তৃণমূলের প্রাণের দাবি থানা কমিটি গঠন করার প্রক্রিয়া বন্ধ করার সুষ্পষ্ট ষড়যন্ত্র এই কথিত বানোয়াট অনাস্থা প্রস্তাব।’
বিজ্ঞপতিতে তিনি লেখেন, ‘যে বা যারা অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে এই ঘৃণ্য কর্মকাণ্ড করেছে তাদের চিহ্নিত করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি এবং নগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের উপর পূর্ণ সমর্থন ও আস্থা জ্ঞাপন করছি। চলমান সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসাবে থানা, কলেজ ও ওয়ার্ড কমিটি গঠনের সাহসী সিদ্ধান্তের সাথে একমত পোষণ করছি।’