Thursday, November 13, 2025
Homeবিভাগনওগাঁয় হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

নওগাঁয় হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়ন করতে উত্তরবঙ্গের নওগাঁ জেলায় স্থাপিত হতে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। জেলায় পূর্ণাঙ্গ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার লক্ষে জরুরি ভিত্তিতে খসড়া আইন প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

 
রোববার (২১ জুন) ইউজিসি চেয়ারম্যান বরাবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।
 
চিঠিতে বলা হয়েছে, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নওগাঁ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের নিমিত্তে যুগপোযোগী একটি খসড়া আইন প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
 
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেন।
 
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি নওগাঁ জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এফএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments