বিশেষ প্রতিনিধিঃ
হাড় কাঁপানো এই শীতে ‘সুবিধা বঞ্চিতদের জন্য উষ্ণ ভালোবাসা’ প্রতিপাদ্যে কক্সবাজারের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশন।
শনিবার (১৮ জানুয়ারি) কক্সবাজারের শীতার্তাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
আমরা সমাজের বিত্তবান, সামাজিক সংগঠন সমূহ যদি পিছিয়ে পড়া অসহায় গরীব জাতিগোষ্টিদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত প্রসারিত করি তাহলে তা সমাজের গরিব অসহায় মানুষগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
আমরা যদি গরম কাপড়, কম্বল, চাদর ছাড়াও আর্থিক সাহায্যে এগিয়ে আসি, তাহলে গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ শীতে কষ্ট পাবেনা বলে মনে করেন হিউম্যানিটি পরিবার।