Friday, July 18, 2025
Homeজাতীয়দুর্যোগ মোকাবেলায় বাঁধ র্নিমাণসহ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়: উপমন্ত্রী...

দুর্যোগ মোকাবেলায় বাঁধ র্নিমাণসহ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়: উপমন্ত্রী শামীম

 

নিজস্ব প্রতিবেদক:

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পানি সম্পদ মন্ত্রনালয় দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে এবং কাজ করে যাচ্ছে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরর্বতী সময়ে দেখা দিয়েছে নানা দূর্যোগ। বিশেষ করে উপকুলে ভেঙ্গেছে বাঁধ। মানুষ সেখানে পানিবন্দী হয়ে ফসল, গবাদি পশু নিয়ে তারা পড়েছেন বিপাকে। ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগ কমাতে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে।

 
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছুটির দিন হওয়া সত্ত্বেও পানিসম্পদ মন্ত্রনালয় ও বিভাগ সাধারণ ছুটি বাতিল করে দেশব্যাপি সকল দপ্তর খোলা রেখেছেন এবং জনগণের জানমাল হেফাজতে কাজ করে যাচ্ছেন। সাইক্লোন পরবর্তী ক্ষতি নিরূপণর্পূবক তাদের বাঁধ মেরামত করতে স্থানীয় র্পযায়ে সব ধরনের নির্দেশনা প্রদান করেছেন।
 
তিনি আরও জানান, প্রাকৃতিক আঘাতে ক্ষতি এড়ানো না গেলেও জনগনের জানমাল নিরাপদ রাখতে তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং সর্বোচ্চ সর্তকতার সাথে কাজ করে যাচ্ছেন। জনগণের পাশে তারা রয়েছেন। জরিপ পরর্বতী সময়ে স্বল্প সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ড বাঁধ র্নিমাণ, মেরামত কাজ করে যাবে। এ কাজে ইতিমধ্যে তারা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments