জামালপুরের সরিষাবাড়ীতে ৫৫ বছর বয়সী প্রেমিকের সঙ্গে বিয়ে না হওয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কিশোরী। ওই প্রেমিক যুগল সম্পর্কে দাদা-নাতনি।
গেল রোববার ওই উপজেলার আওনা ইউপির পঞ্চাশি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা গেছে, পঞ্চাশি গ্রামের শিহাব উদ্দিনের সঙ্গে স্কুল পড়ুয়া নাতনির প্রেম হয়। শিহাব উদ্দিন সম্পর্কে ওই ছাত্রীর বাবার চাচা। অসম প্রেমের এ ঘটনা জানাজানি হলে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই ছাত্রী তার দাদাকে বিয়ে করতে চাইলে কোনো পরিবারই সম্মতি দেয়নি। এতে অভিমানে নিজঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কিশোরী। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এরপর আলোচনা-সমালোচনার মুখে তাকে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। ওই কিশোরীকে তার পরিবারের ঢাকায় পাঠিয়ে দিয়েছে বলে জেনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমডি/বাংলাবার্তা