বিশেষ প্রতিনিধিঃ
দলীয় শৃঙখলা ভঙ্গের দায়ে ইফরাতুল আলম পিটু নামে এক কর্মীকে এক মাসের জন্য বহিস্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিটু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।
বহিস্কারের আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে প্রতিপক্ষ গ্রুপের এক কর্মীকে মারধর করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় শৃঙখলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে ইফরাতুল আলম পিটুকে এক মাসের জন্য বহিস্কার করা হল।’ সোমবার থেকেই বহিস্কারাদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।