ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে আহত ৫


ক্যাম্পাস প্রতিবেদক

ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সংঘর্ষের পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।


সংঘর্ষে আহতরা হলেন- তানভীর, নিহাদ, সামওয়ান ও সোয়াদ। আহতরা সবাই একাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের ৫ জনকে তাদের সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর হলে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পায়ে, সোয়াতের এবং রাহাতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।


ছাত্রদের দেখতে ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ মেডিক্যালে ছুটে আসেন। তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি কলেজ ছুটির সময় বাসায় ফেরার পথে সিটি কলেজের সামনে তারা হামলার শিকার হয়। এতে আমার ৫ ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বাংলাবার্তা/আরএইচ