জামালপুরে যৌনপল্লী লকডাউন, জনপ্রতি ৩০ কেজি চাল দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিরোধে জামালপুর শহরের রাণীগঞ্জ যৌনপল্লী এক মাসের জন্য লকডাউন করেছে জেলা প্রশাসন।

রোববার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ডিসি মোহাম্মদ এনামুল হক এ ঘোষণা দেন।

ডিসি মোহাম্মদ এনামুল হক জানান, লকডাউন থাকার সময় যৌন কর্মীদের ৩০ কেজি করে চাল দেওয়াসহ সরকার সব ধরনের সহায়তা করবে। এ সময়ে কোনো খদ্দের পল্লীর ভেতরে যেতে পারবে না এবং কোনো যৌনকর্মী বাইরে বের হতে পারবে না। এ নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডিসি আরো জানান, রোববার থেকে জামালপুরের সব দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমডি/এমএইচ/বাংলাবার্তা