নিজস্ব প্রতিবেদক
মাদক মৌলবাদ দুর্নীতি সাম্প্রদায়িকতা রুখে দেশপ্রেমে ঐক্যের শপথে চট্টগ্রামের পেশাজীবীরা শুরু করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কর্মসূচি।
পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে পেশাজীবীরা শুরু করেন কার্যক্রম। এই উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য প্রদান শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলা এবং করোনার বৈশ্বিক আগ্রাসন মোকাবেলায় একাত্তরের মতো জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।
পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবেশবিদ প্রফেসর মোঃ ইদ্রিস আলী, সাংবাদিক কলামিস্ট জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, বিএফইউজে যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সভাপতি পিনাকি দাশ, খেলাঘর সংগঠক মোরশেদ আলম চৌধুরী, রুবেল দাস প্রিন্স, শিল্পী ইকবাল হোসেন, ছড়াকার ও সাংবাদিক চৌধুরী আহসান খুররম, সাংবাদিক রাজু চৌধুরী, সংগঠক আসিফ ইকবাল, শিল্পী শিলা চৌধুরী, শিব্বির আহমদ বাহাদুর, আবৃত্তিকার রাজিউর রহমান বিতান, মইনুল হক চৌধুরী, সংগঠক মোহাম্মদ সায়েম উদ্দিন , মুক্তিযোদ্ধা সন্তান সুবর্ণা খান, প্রিয়া বড়ুয়া, অ্যাডভোকেট রিমু চৌধুরী প্রমুখ।
পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, আঞ্চলিক জাতীয়-আন্তর্জাতিক এক অশনীসময়ে জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে। করোনার মহামারীর পাশাপাশি উন্নয়ন ও সম্প্রীতিবিরোধী শক্তি প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে সক্রিয়। এমন অবস্থায় দেশের প্রগতি উন্নয়ন ও জনস্বাস্থ্যের স্বার্থে দলীয় বিভক্তির বাইরে গিয়ে সামগ্রিক ঐক্য প্রয়োজন।
এসএস/এমএইচ/বাংলাবার্তা