জনসমাগম ছাড়া মুজিববর্ষ উদযাপন করবে চবি

ক্যাম্পাস প্রতিবেদক


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। সোমবার (১৬ মার্চ) ও মঙ্গলবার (১৭ মার্চ) নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে আতশবাজি ও মুজিব বর্ষের মোমেন্ট কাউন্টডাউন উদযাপন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামীকাল সকাল ১০টা থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং উপাচার্য কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে এ উপলক্ষে কয়েকদিন থেকেই নতুন সাজে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে। বর্ণিল আলোকসজ্জায় মেতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান। তিনি বলেন, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এবং স্বল্প সংখ্যক মানুষ নিয়েই আমরা প্রোগ্রাম করব। আমরা জনাসমাগম এড়িয়ে মুজিববর্ষ উদযাপনের চেষ্টা করছি।

এফএস/এমএইচ/বাংলাবার্তা