জঙ্গিবাদ নির্মূল প্রশিক্ষণ শেষে ২৫ পুলিশ কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক

জর্ডান থেকে জঙ্গিবাদ নির্মূল বিষয়ক প্রশিক্ষণ শেষে দেশে ফিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ২৫ সদস্য হোম কোয়ারেন্টাইন পালন করছেন। সোমবার (২৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) আমেনা বেগম।


আমেনা বেগম জানান, দুইজন অতিরিক্ত উপ-কমিশনার, একজন পরিদর্শক, পাঁচজন উপ-পরিদর্শকসহ ২৫ জন সদস্য জঙ্গিবাদ নির্মূল বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ নিতে জর্ডান যান। তারা ট্রেনিং শেষে দেশে ফিরেছেন।
তবে দেশে ফিরে আসা ২৫ সদস্যের কারও করোনাভাইরাস সংক্রান্ত কোনো লক্ষন পাওয়া যায়নি। শুধু ঝুঁকি এড়াতে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


এফএস/ এমএইচ/ বাংলাবার্তা