ছাত্রলীগ নেতা বাপ্পির মানবিক কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা এস এ বাপ্পি। বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী গ্রামাঞ্চলের গরীব-দুঃখী মানুষের পাশে দাড়িয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। যার কারণে মানুষের কাছে সুনাম কুড়িয়েছেন বাপ্পি।


জানা যায়, এস এ বাপ্পি তার উপজেলায় ১৫টি পরিবারকে ত্রাণ ও ৫ পরিবারকে বিকাশের মাধ্যমে নগদ অর্থ সহযোগিতা করেছেন তার ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসের ভিত্তি করে এসব মধ্যবিত্ত পরিবার তার সাথে যোগাযোগ করে।


গত ১১ তারিখ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেন, উখিয়ায় কেউ করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেলে দায়িত্ব পরিবার বা অন্য কেউ না নিলে আমি নিবো। পাশাপাশি মধ্যবিত্ত কোনো পরিবার অনাহারে থাকলে যেন বাপ্পীর সাথে যোগাযোগ করে।তারই ধারাবাহিকতায় আমার সাথে অনেকে মোবাইল ফোন এবং বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছেন। আমি সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে তাদের কাছে ত্রাণ পাঠায়।

এসএস/এমএইচ/বাংলাবার্তা