ছাত্রলীগ কর্মী হত্যা, প্রতিবাদে চবিতে বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিবেদক


নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ছাত্রলীগ কর্মী মো. রাকিব হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু-র নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে চবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।


সোমবার (২ মার্চ ) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন, সমাজবিজ্ঞান অনুষদ, সোহরাওয়ার্দী হল, শাহ আমানত হল, শাহজালাল হল হয়ে জিরো পয়েন্ট মূল ফটকে এসে শেষ হয়।


এসময় নেতাকর্মীরা “শিবির হটাও, বাংলাদেশ বাঁচাও” স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল শেষে এক মিনিট নিরবতা পালন করেন তারা।


বাংলাবার্তা/আরএইচ/এমএইচ