চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা সীট সমস্যা সমাধান চেয়ে হল প্রভোষ্ট বরাবর লিখিত আবেদন জমা দিয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) হল প্রভোষ্ট ড. মোহাম্মদ বশির আহাম্মদ এর নিকট ৪৫ জন শিক্ষার্থীর নাম, আইডি নং, রুম নম্বর ও বিভাগের নাম উল্লেখ করে এ আবেদন জমা দেন তারা।
আবেদন পত্রে বলা হয়, সোহরাওয়ার্দী হলের বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও ছাত্র নামধারী কতিপয় সন্ত্রাসীদের কারণে গত ছয়মাস যাবৎ আমরা আমাদের সীটে উঠতে পারছি না। তারা সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে হলের কক্ষ দখল করে আছে। এ বিষয়ে বারবার প্রতিবাদ জানিয়ে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বৈধ শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান ও দ্রুত হলে ওঠানোর ব্যবস্থার আবেদন জানান্।