ক্যাম্পাস প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির ২০১৯-২০ কার্যকরী (বর্তমান) কমিটির সভাপতি মনির হোসাইন সাব্বির এর পিতা মোহাম্মদ নূরুল আমিন ইন্তেকাল করেছেন।
রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে তিনটার সময় চাঁদপুরের স্থানীয় একটি হাসপাতালে তিনি ব্রেনস্টোক করেন।
তিনি চাঁদপুর ডিসি অফিসের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির বর্তমান ও প্রাক্তন নেতারা।
রবিবার এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকসহ সমিতির সকল সদস্যগণ। সমিতির নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমডি/এমএইচ/বাংলাবার্তা