চবি ছাত্রীকে বাড়িওয়ালার কামড়ঃএখনো কোন ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ!

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাড়িওয়ালার কামড় দেওয়ার ঘটনায় এখনো কোন ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ। এ নিয়ে সমালোচনা চলছে সামাজিক মাধ্যমগুলোতে।

এদিকে এ ঘটার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি পালন শেষে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অভিযুক্ত ব্যক্তিকে আগামী ৩ দিনের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা, ওই বাসার সব চবি শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ের জন্য আবাসিক হলে সিটের ব্যবস্থা করা, ওই বাসায় ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী না ওঠে সে ব্যবস্থা নিশ্চিতকরণ, মেয়ে শিক্ষার্থীদের আবাসনের সমস্যা শতভাগ দূর করা, বাড়ি ভাড়া নিয়ে নির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে এবং ক্যাম্পাসের আশেপাশের যেসব বাসায় শিক্ষার্থীরা ভাড়া থাকে সেসব বাসার হোল্ডিং নম্বর, মালিকের বিবরণের পূর্ণাঙ্গ ডাটাবেজ প্রক্টরের কাছে সংরক্ষিত রাখতে হবে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্রী বাড়িওয়ার হাতে মার খেয়েছে একদিন পার হয়ে যাচ্ছে কিন্তু চবি প্রশাসন এখনো কোন ব্যবস্থা নেয়নি। আমাদের প্রত্যেকটা বোনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। বছরের শুরুতে ১৮ দিনে ২২টি ধর্ষণের ঘটনা দুঃখজনক।‘নিজের সঙ্গে কোনো দুর্ঘটনা না ঘটা পর্যন্ত আমাদের টনক নড়ে না। এ ঘটনা থেকে আমরা সতর্ক হওয়া চাই। পরবর্তীতে যেন এমন ঘটনা আর না ঘটে।’

এ সময় ছাত্রীকে কামড় দেওয়ার প্রতিবাদে হাতে প্রতীকী ব্যান্ডেজ লাগিয়ে ২ মিনিট নীরবতা পালন এবং ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার থেকে মৌন মিছিল নিয়ে প্রক্টর অফিসে গিয়ে ৫ দফা দাবির স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ‘ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরের। অভিযোগটি পুলিশের কাছে দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি দেখে ব্যবস্থা নিবে।’