Thursday, July 10, 2025
Homeশিক্ষাক্যাম্পাসচবি ছাত্রলীগ নেতা সুমন নাছিরকে কুপিয়ে জখম

চবি ছাত্রলীগ নেতা সুমন নাছিরকে কুপিয়ে জখম

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগ নেতা সুমন নাছিরকে কুপিয়ে জখম করেছে অপর পক্ষ। সাথে থাকা আরেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফিকে কুপিয়ে আহত করেছে।

রবিবার (১ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এ দুই নেতাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা হাটহাজারীর এগারো মাইলে কুপিয়ে আহত করা হয়।

জানা যায়, গত কয়েক দিনের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। পক্ষ দুটি হলো ভিক্স ও সিএফসি। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায়। পরে এক পক্ষ অপর পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় জুড়ে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগ নেতা সাদাফ খান বলেন, তাপস হত্যা মামলার আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের দুই নেতার উপর বর্বরচিত হামলা চালিয়েছে। হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রেফতার করতে হবে। এ এছাড়াও আমরা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মধটের ডাক দিচ্ছি।

উল্লেখ্য, গত ২৮ ও ২৯ নভেম্বর শাখা ছাত্রলীগের দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ১০ ছাত্রলীগ কর্মী আহত হন। পুনরায় সংঘর্ষের সম্ভাবনা থাকায় ৩০ নভেম্বর সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লাশি চালায় পুলিশ। এসময় বেশকিছু দেশীয় অস্ত্র ও পাথর উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments