চবি ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক


করোনা প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভাইরাস মুক্ত করতে ব্লিচিং পাউডারের পানি ছিটিয়য়েছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ক্যাম্পাসের আশপাশে কর্মজীবি মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন এটি আমাদের সাংগাঠনিক এবং ঈমানী দায়িত্ব। সবাই ঘরে থাকুন, বেশি, বেশি হাত ধৌত করুন। আপনি বাঁচুন এবং আমাদেরকে বাঁচতে দিন।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু বলেন, ক্যাম্পাসে আমরা ঐক্যবদ্ধভাবে যেকোন দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সব ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষম হবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ নেতা সুমন নাসির, প্রদীপ চক্রবর্তী দুর্জয়, রকিবুল হাসান দিনার, রাজু মুন্সি, সাইদুল ইসলাম, মুজিব, রোমেন, আলতাফ হোসেন, সাদেক হোসেন টিপু, সাইফুল সুমন, নিয়াজ আবেদিন পাঠান, নেসার, রানা খান, সুজয় বড়ুয়া ও সৌমেন।

এমএম/এমএইচ/বাংলাবার্তা