চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতির দ্বায়িত্ব নিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহিদুল হক। তিনি আগামী তিন বছর সভাপতির দ্বায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিদায়ী সভাপতি আবুল কালাম আজাদ নতুন সভাপতি মো. শহিদুল হকের নিকট দ্বায়িত্ব হস্তান্তর করেন।
মো. শহিদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯৮ সালে স্নাতক ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করে আলাওল হলের আবাসিক শিক্ষক, বিএনসিসির পিউওসহ বিভিন্ন প্রশাসনিক দ্বায়িত্ব পালন করেছেন।
স্কুপাস জার্নালসহ আন্তর্জাতিক কয়েকটি জার্নালে তার বেশ কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করেছেন।