চবির রেজিস্ট্রার হলেন মনিরুল হাসান, প্রক্টর রবিউল হাসান

291
ক্যাম্পাস প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সদ্য প্রক্টর পদ থেকে অবসরে যাওয়া সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এম. মনিরুল হাসানকে পরবর্তী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

 
এছাড়াও নতুন প্রক্টর হিসেবে আগামী ১ বছরের জন্য দ্বায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া।
 
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদ স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
 
এ বিষয়ে সদ্য রেজিস্ট্রার পদ থেকে অবসরে যাওয়া কে. এম. নুর আহমদ বলেন, আগামীকাল থেকে আমি অবসরে যাচ্ছি। নতুন রেজিস্ট্রারকে দ্বায়িত্ব হস্তান্তর করেছি।
 
এম. এম. মনিরুল হাসান বলেন, নতুন প্রক্টরের নিকট দ্বায়িত্ব হস্তান্তরিত হয়েছে এবং আমি ইতোমধ্যেই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দ্বায়িত্ব নিয়েছি।

এসএস/এমএইচ/বাংলাবার্তা