চবিতে লকডাউনেও ঘুরে বেড়াচ্ছে মানুষ

ক্যাম্পাস প্রতিবেদক:
 

করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণের শংকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন থাকবে। তবে লকলাউনের প্রথম দিনেই মানুষকে গুরে বেড়াতে দেখা গেছে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে।  এ নিয়ে দৃষ্টি আকর্ষন করলে তারা এ বিষয়ে আরও কঠোর হবেন বলে জানান।

চবি রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার চবি’র সিন্ডিকেট সদস্যবৃন্দের সাথে জরুরী আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
তবে এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।
 
লকডাউন চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
 

এমডি/এমএইচ/বাংলাবার্তা