চবিতে দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ

ক্যাম্পাস প্রতিবেদক


ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে এবং সম্প্রতি চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানবন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় তারা ‘সাম্প্রদায়িক দাঙ্গা আর নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড ধর্মীয় কোন কাজ নয়,সকল ধর্মই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে সম্বলিত নানান প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
শাখাওয়াত হোসেন শিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুর রহমান।


এসময় বক্তারা বলেন,ভারত একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হওয়া সত্বেও উগ্রবাদী হিন্দুদের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন এবং অগ্নিসংযোগ কখনোই কাম্য নয়। এসময় তারা এর তীব্র নিন্দা জ্ঞাপন করারা পাশাপাশি বিশ্ব মানবাধিকার সংস্থা জাতিসংঘের সাহায্য কামনা করেন। যেন জাতিসংঘ এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের অাওতায় এনে শাস্তি প্রদান সব প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত সম্ভব নেওয়ার আহবান জানান।