নিজস্ব প্রতিবেদকঃ
বীরমুক্তিযোদ্ধা, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি, তিন বারের সাবেক মেয়র প্রয়াত চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে চান্দগাঁও থানা ছাত্রলীগের নতুন কমিটি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করেন।
চান্দগাঁও থানা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোঃ নূরুন নবী সাহেদ বলেন, যার দেখানো পথে আমরা এগিয়ে চলেছি সে মানুষটির কবর জিয়ারত করে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।