চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রদীপ চক্রবর্ত্তী

বাংলাবার্তা ডেস্কঃ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তী।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দের জারিকৃত প্রজ্ঞাপনে তা জানানো হয়।

অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, বরিশাল বিএম কলেজ, রাঙামাটি সরকারি কলেজ, পটিয়া সরকারি কলেজ, সাতকানিয়া সরকারি কলেজে রসায়নের সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন তিনি। ২০১৮ সালের এপ্রিলে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তী বলেন, আমার প্রথম কাজ হবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডকে মডেল শিক্ষাবোর্ড হিসেবে গড়ে তুলা।