চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক জাহাঙ্গীর আলম


নিউজ ডেস্ক

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন। ২০১৭ সালে এস. এম. বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই কমিটি এইবার বর্ধিত আকারে ঘোষণা করা হলো।


পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ৫০ জন। মোট ২৭৬জন বিশিষ্ট কমিটিতে বাঁশখালী পুইছড়ি ইউনিয়নের জাহাঙ্গীর আলম হয়েছেন সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক। তিনি একাধারে তৃণমুল থেকে বাংলাদেশ ছাত্রলীগ পাঠশালার একনিষ্ঠ কর্মী। অন্যায়, মানুষের অধিকার আদায়ের লক্ষ্য তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সক্রিয়। তার এই পদপ্রার্থীতে তৃণমূলের মূল্যায়ণ হয়েছে বলে জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা।

এসএস/এমএইচ/বাংলাবার্তা