নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে শিশুসহ নতুন করে ৫ করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের দামপাড়ায় (বয়স ৫৫), ফৌজদার হাট (৪৫ বছর), সাতকানিয়ায় (৩২ বছর), সাতকানিয়ায় (১৯ বছর) ও পটিয়ায় ৬ বছরের এক শিশু রয়েছে।
রবিবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)।
এছাড়া আরও একজনের দ্বিতীয় দফার টেস্টে পজেটিভ পাওয়া গেছে। তার বাড়ি সাতকানিয়ায়। এদিকে চট্টগ্রাম বিভাগের লক্ষীপুরে আজ একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা