গ্রামে বাড়ছে বয়স্ক শিক্ষার হার

নিজস্ব প্রতিবেদক:
 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, সাত বছর থেকে তার বেশি জনসংখ্যার মধ্যে এখন শিক্ষার হার ৭৪ দশমিক চার শতাংশ। এছাড়া ১৫ বছর থেকে তার উপরের জনসংখ্যার মধ্যে শিক্ষার হার ৭৪ দশমিক সাত শতাংশ। অন্যদিকে ১৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে শিক্ষার হার গ্রাম এলাকার চেয়ে শহর এলাকায় প্রায় ২০ দশমিক দুই শতাংশ বেশি।

সাত বছর বা তার বেশি বয়সীদের মধ্যে শিক্ষার হার প্রায় ১৭ দশমিক দুই শতাংশ। তবে ২০১৩ সাল থেকে শহর এলাকার তুলনায় গ্রাম এলাকায় বয়স্ক শিক্ষার হার দ্রুতগতিতে বাড়ছে।

 
৩০ জুন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০১৯’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সারাদেশের ২ হাজার ১২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
 

এমএম/এমএইচ/বাংলাবার্তা