গুজব না ছড়িয়ে সতর্ক থাকার পরামর্শ শিক্ষা উপমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব আতঙ্ক না ছড়িয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমূলক ও আতঙ্ক ছাড়িয়ে বিভিন্ন স্ট্যাটাস দেয়া থেকে বিরত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি ফেসবুকে লিখেন-


‘সতর্কতা অবলম্বন আর আতঙ্ক ছড়ানো এক নয়। অনেকে সকাল বিকাল করোনা সতর্কতার জন্য যেভাবে আলোচনা করছি, এতে মনে হচ্ছে করোনার কারনে মৃত্যুর চাইতে, সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে, ঘরে বসে না খেতে পাওয়াকেই অনেকে ভালো মনে করছি। করোনার জন্য সতর্ক হওয়ার সচেতনতা সৃষ্টি ভালো। কিন্তু দিনরাত ফেসবুকে আতঙ্ক ছড়িয়ে সকল অর্থনৈতিক, সামাজিক কর্মকান্ড বন্ধ করার কোনো প্রয়োজন নাই।’


‘বাংলাদেশ মঙ্গল গ্রহে নয়, এই পৃথিবীর আলোবাতাসেই বাংলাদেশ। করোনা বাংলাদেশে আছে, আসবে। আমাদের এর নিয়ন্ত্রণের জন্য সার্বিকভাবে পরিস্কার পরিচ্ছন্নতা, যত্র তত্র থুথু, কফ, নাকের ময়লা, বাসাবাড়ির ময়লা ফেলা, প্রস্রাব করা, এইসব প্রবৃত্তি কমানোর সচেতনতা তৈরি করা দরকার। সবকিছু বন্ধ করেও ইতালি পারে নাই বিস্তার রুখতে। এই ভাইরাসের চিকিৎসা উপসর্গ ভিত্তিক। তাই আগে থেকে চিকিৎসা নাই, চিকিৎসা চাই আলোচনা, হাসপাতালে টেস্ট এর জন্য ভীড়, কেনো টেস্ট করা হচ্ছেনা এই আলোচনা, এগুলো পরিহার করতে হবে।’


‘করোনার উপসর্গ দেখা দিলে নিজেকে আবদ্ধ করতে হবে, তাই করোনা হয়েছে সন্দেহে হাসপাতালে ভীড় করলে হীতে বিপরীত হবে। আসুন স্বাভাবিক কার্যক্রম বাদ দেয়ার আলোচনার চাইতে সতর্কতা ও পরিচ্ছন্নতার সাথে জীবনযাপনের আলোচনাই আমরা করি। আতংক, শংকা, ভীতি এসবের কারণে আমরা করোনা যা ক্ষতি করবে এর চাইতে বেশি সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি আমরা নিজেদের করবো।’
উল্লেখ্য, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ার কারণে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে।


এমএম/এমএইচ/বাংলাবার্তা