কয়েকদিন চিকিৎসার পর করোনা রোগী শনাক্ত, কক্সবাজারে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক


কক্সবাজারে সৌদি প্রবাসী একজন নারীর মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে।


মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার সদর হাসপাতাল তত্বাবধায়ক ডা. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত একজন নারী রোগী বেশ কয়েকদিন যাবৎ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার একপর্যায়ে ওই রোগীর মাঝে করোনার লক্ষণ দেখা দেয়ায় তার রক্তের নমুনা আইইডিসিআর এ পাঠানো হলে মঙ্গলবার দুপুরে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এদিকে বেশ কিছুদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন থাকা এ করোনা রোগীর বিষয়টি জানাজানি হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে কিনা বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্য রোগী ও ডাক্তারদের। এমনটিই জানিয়েছে সংশ্লিষ্টরা।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা