Thursday, July 10, 2025
Homeশিক্ষাক্যাম্পাসকুবিতেও সান্ধ্যকালীন কোর্স বন্ধের ঘোষণা

কুবিতেও সান্ধ্যকালীন কোর্স বন্ধের ঘোষণা

কুবি প্রতিনিধিঃ

সব ধরনের সান্ধ্যকালীন কোর্স বন্ধের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। তবে যারা ইতোমধ্যেই সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছে তারা কোর্স সম্পন্ন করতে পারবে৷

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, ইউজিসির চিঠি পাওয়ার পর আমরা সব সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। তবে ইতোমধ্যে যেসব সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তাদের কোর্স সম্পন্ন করা যাবে।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিভাগে সান্ধ্য কোর্স চালু রয়েছে।

প্রসঙ্গত, বুধবার দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বক্তৃতায় সান্ধ্যকালীন কোর্স বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে বলেছিলেন, এর মধ্য দিয়ে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্যের দুদিনের মাথায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments